বগুড়ার সোনাতলায় নৌকার মনোনয়ন প্রত‍্যাশি শাহাজাদী আলম লিপি পৌর সদরে গনসংযোগ করেন। গণসংযোগ শেষে খিচুরি খাওয়া নিয়ে দ্বন্দে ছুরিকাঘাতে আমান উল্লাহ (১৯) নামের এক যুবক গুরত্বর আহত হয়েছে। তিনি সোনাতলা পৌর এলাকার শাহবাজপুর গ্রামের মো.মাসুম মিয়ার ছেলে। আমান উল্লাহ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বগুড়া-১ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত‍্যাশী শাহাজাদী আলম লিপি ২৬ সেপ্টেম্বর দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাতলা পৌর সদরে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে পৌর এলাকার গোড়াপীর রোডে জনৈক আলম আকন্দের বাসায় খিচুরি খাওয়া নিয়ে সারিয়াকান্দি থেকে আসা নেতাকর্মীদের সাথে সোনাতলার নেতাকর্মীদের মধ্যে কলহোবিবাদের একপর্যায়ে শাহাজাদী আলম লিপির উপস্থিতিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত আমান উল্লাহ নামের ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে অন‍্যান‍্য নেতাকর্মী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ সময় আহত আমান উল্লাহকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে উপস্থিত হলে লিপি বলেন, ছুরিকাঘাতে আহত আমান উল্লাহ তার কর্মী নয় বলে অস্বীকার করে। এ ছড়াও ওসি সৈকত হাসানকে বলা হয়েছে তদন্ত করে দোসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে।

এ ব্যাপারে শাহাজাদী আলম লিপির আত্মীয় আলম আকন্দের সাথে কথা বললে তিনি জানান, নৌকা মনোনয়ন প্রত্যাশি লিপি আমার আত্মীয় হন, সেই সূত্রে গণসংযোগ কালে নেতাকর্মীদের জন্য ভুরী ভোজের আয়োজন করেছিলাম। কে বা কাহারা জনৈক আমান উল্লাহকে ছুরিকাঘাত করে তা আমি জানি না।

এ ব‍্যাপারে সোনাতলা থানা ওসি সৈকত হাসান জানান, ছুরিকাঘাতের ব‍্যাপারে অবগত, তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এম আই