সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রম্যামাণ আদালতের অভিযানে যমুনা ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা জরিমানাসহ ‘‘এ আলী’’ ক্লিনিক সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা সদর নাজিমগঞ্জ বাজারে অবস্থিত যমুনা ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও পাউখালীর আমতলা মোড়ে অবস্থিত এ আলী ক্লিনিক’র কোন প্রকার কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এম আই