চট্টগ্রামে ১০,১০০ টাকার জাল নোট ও ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) পরিদর্শক হারুন অর রশীদ।

তিনি বলেন, সোমবার রাতে নগরীর হালিশহর থানাধীন পশ্চিম আব্বাস পাড়া টোল রোডে অভিযান পরিচালনা করে ১০,১০০ টাকার জাল নোট এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লোকমান ও মোঃ বেলাল নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি’র হালিশহর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

বার্তাবাজার/এম আই