চট্টগ্রামে চেক প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি জানান পাঁচলাইশ থানার এএসআই (নিরস্ত্র) সোহেল আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় অভিযান পরিচালনা করে দায়ারা- ৯৩৯৬/১৭, সিআর- ১৫০৬/১৭, ধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে চেক প্রতারণা মামলার ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ কাসেদ মাহমুদকে সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

মামলার বিবরণীতে জানা যায়, মামলার বাদি খাইজ আহাম্মদ শেখ ডেনমার্কে বসবার করেন। আসামি সৈয়দ কাসেদ মাহমুদ বাদির আত্নীয়। বাদি আসামিকে তার অক্সিজেন মোড় এলাকার একটি জমির পাওয়ার অব এটর্নি দেন। আসামি বাদির সাথে প্রতারণা করে উক্ত জায়গা অন্যত্র বিক্রি করে দেয়। বাদি দেশে আসলে আসামী সৈয়দ কাসেদ মাহমুদ বাদিকে ৭৫ লক্ষ টাকার তিনটি চেক প্রদান করেন। পরবর্তীতে উক্ত চেক ডিজঅনার হলে বাদি আদালতে ২০১৭ সালে চেক প্রতারণার মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে যুগ্ম মহানগর দায়রা জজ ৭ম আদালত, চট্টগ্রাম এর বিচারক গত ১৩/০৮/২৩ খ্রিঃ তারিখ আসামিকে দোষী সাব্যস্থ করে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করতঃ আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করেন।

বার্তাবাজার/এম আই