চট্টগ্রামে একটি প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় দুইজনকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে লাভ লেইনের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। চোরেরা স্কুলের পাঠদানে ব্যবহৃত স্বদেশ ব্যান্ডের ৫৪টি ট্যাব, এলইডি টিভি, আইপিএস ব্যাটারি, এলইডি মনিটর ও পিতলের ঘণ্টা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে আব্দুর রহমান শিপন নামে (২২) একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অন্য আসামি মোঃ শাহিনকেও (৩০) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে চুরি করা ২৭টি ট্যাব, একটি এলইডি টিভি একটি এলইডি মনিটর, একটি আইপিএস ব্যাটারি, একটি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বার্তাবাজার/এম আই