বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনাতে সংবাদ সম্মেলন করেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সদস্যরা।
মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়োতনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে লিখিত বক্তব্যের মাধ্যমে ন্যায্য দাবিসমুহ তুলে ধরেন বিসিএস সাধারন শিক্ষক সমিতির প্রতিনিধি’রা।
এসময় লিখিত বক্তব্যদেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুরাদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি পাবনা ইউনিটের সদস্যরা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণসহ বিসিএস সাধারণ ক্যাডারদের ন্যায্যা দাবিসমূহ বাস্তবায়নের লক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় তারা দাবি সমূহ নিয়ে গণমাধ্য কর্মীদের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয়সহ সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
বার্তাবাজার/এম আই