শেখ হাসিনার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এস এম মিজানুর রহমান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় এস এম মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। তার হাত ধরেই দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হচ্ছে।’
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা।
সভাপতির বক্তব্যে আহসান উদ্দৌলা রানা বলেন, ‘ফুটবল খেলা বাঙালিদের ঐতিহ্যের খেলা। ঝিমিয়ে পড়া ফুটবলকে প্রাণবন্ত করতে এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি; সকলের সম্মলিতি প্রচষ্টোয় আমাদের ফুটবলের এই হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবো।’
খেলায় উদ্বোধক ছিলেন, বুড়াইচ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইখীর বনচাকি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওয়াহিদুল ইসলাম ও আলফাডাঙ্গা পৌর কাউন্সিলর মো. হারুন অর রশীদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান বাঁশি, বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ এম এম জামসেদ হোসেন নয়ন, ইউপি সদস্য লিটন বিশ্বাস মুনন ও আলফাডাঙ্গা নাবিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক রিজাউল ইসলাম প্রমুখ।
সমগ্র খেলাটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।
প্রথম সেমিফাইনাল খেলায় টিটা-পানাইল ফুটবল একাদশ বনাম নগরকান্দা ফুটবল একাদশ অংশ নেয়। পরে নির্ধারিত সময়সীমা শেষে টিটা-পানাইল ২-১ গোলে এগিয়ে থেকে জয়লাভ করে।
বার্তাবাজার/এম আই