বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত পদের জন্য জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ১৩। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ বয়সসীমায় থাকলেও আবেদন করা যাবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মেবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩ মে ২০২৩।