বেসরকারী একটি এনজিও’র কর্মী রবীন্দ্রনাথ (৩৮)। সাপ্তাহিক ছুটি থাকায় বৃৃহস্পতিবার কর্মস্থল রংপুর থেকে নিজ বাড়ি জয়পুরহাটে ফিরছিলেন তিনি। তবে বাড়িতে তাকে ফিরতে হলো লাশ হয়ে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনার নিহত হয়েছেন এই এনজিও কর্মী।
নিহত রবীন্দ্রনাথের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত পূর্ণ সরকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, ‘রাস্তার পাশে নিহত রবীন্দ্রনাথের দেহ এবং তার ব্যবহারিত মোটরসাইকেলটি (সিরাজগঞ্জ-হ-১৩-৯২৫৯) পড়ে ছিল। পথচারী ও স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস এবং আমাদেরকে খবর দেয়। পরে আমরা মরদেহ উদ্ধার করি।
ওসি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, সড়কটি দিয়ে যাতায়াত করা কোন গাড়ির চাপায় নিহত হয়েছেন তিনি। ঘাতক গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অপমৃত্যু অথবা সড়ক আইনে মামলা করা হবে।’
বার্তা বাজার/জে আই