বর্তমান সরকারের পরপর দুইটা ফ্রড ইলেকশন সারা দুনিয়ার মানুষ দেখেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, যে নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৪টা আসনে ভোটের আগেই জিতে যায় সেটাকে কি নির্বাচন বলা যায়? ২০১৮ সালের নির্বাচনের বিষয়ে জাপানের অ্যাম্বাসেডর বলেছেন আগের রাতে ভোট হয়েছে। এতকিছুর পরেও তারা বলে ‘এত চমৎকার ভোট করলাম তারপরেও বিরোধী দল মানল না।’
তিনি বলেন, দেশের কোর্টগুলো এখন বিরোধী দলের লোক দিয়ে ভর্তি। কোর্টে গেলেই বিএনপির লোকজনের সঙ্গে দেখা হয়। একেকজনের নামে ২০০ থেকে ২৫০টি পর্যন্ত মামলা রয়েছে। আমার বিরুদ্ধেও দুটি মামলা আছে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমেরিকার লোকজন বাংলাদেশে এসে বারবার বলছে তারা বাংলাদেশে ভালো নির্বাচন দেখতে চায়। ভালো নির্বাচনের ডেফিনেশন বলতে তারা জানিয়েছে ‘যেই ভোটে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং ভোটের রায়টা পুরা দেশে প্রতিফলিত হবে।’
মান্না বলেন, একটা কোম্পানিকে বিশেষ কারণ দেখিয়ে সাড়ে ২২ হাজার কোটি টাকা লোন দিলো। অথচ, প্রয়োজনটা কি ব্যখ্যা নেই। খেলাপিদেরকেও লোন দেওয়া হচ্ছে। সমস্ত ব্যংক খালি করা হচ্ছে। সবকিছু ধ্বংস করা হয়েছে। কাজেই মানুষ চেয়ে আছে এই সরকার কবে যাবে।
তিনি বলেন, যতই বলেন, এরা কোনো নীতিকথা শুনবে না। তাদের শোনার ক্ষমতা নাই। গণতন্ত্র, ভোট, অর্থনীতি, সমাজ, রাজনীতি সব ধরনের নীতি থেকে তারা বিচ্যুত হয়েছে।
বার্তাবাজার/এম আই