কিশোরগঞ্জের ভৈরবে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১টায় ভৈরবের বাগানবাড়ী রোড এলাকায় সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে ফিতা কেটে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ অফিসটি উদ্বোধন করেন।

পরে ভৈরবের প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা হাবিবুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এসময়অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সাবেক এপিএস মোল্লা সাখাওয়াত , ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী,ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম ভৈরবী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।

এছাড়া সংগঠনের সহ–সভাপতি মো. তুহিন মোল্লসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু সংগঠনের উন্নয়নের জন্য সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। যে কোন কর্মকাণ্ডে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের উন্নয়নমূলক কাজের পাশাপাশি অনিয়মগুলো প্রকাশ করতে হবে।

বার্তাবাজার/এম আই