জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্বাবধায়ক সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি তারুণ্যের রোড মার্চ যাত্রার প্রথম সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার হরণ করেছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, খুন করেছে গুম করেছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে এ সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। তাই আজকে বিএনপি একদফা আন্দোলনে মাঠে নেমেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব থেকে সিলেট অভিমুখে রোড মার্চের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নিউ টাউন মোড়ে কিশোরগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ
শরীফুল আলমের সভাপতিত্বে রোড মার্চের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিউন্নবী সোহেল, খায়রুল কবির খোকন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহিন প্রমূখ।

এ সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বেলা ১১টা ১৫মিনিটে ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্যে আনুমানিক শতাধিক মাইক্রো বাসের বহর নিয়ে তারুণ্যের রোড মার্চ যাত্রা শুরু করেন।

বার্তাবাজার/এম আই