জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি গণতন্ত্রকে নষ্ট করেছে আর বর্তমান সরকার সেই গণতন্তকে মেরামত করছে। শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ভেরামারার আয়োজনে ভেরামারা উপজেলা অডিটোরিয়ামে ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি দ্বারা বাংলাদেশের যে গণতন্ত্র নষ্ট হয়েছে সেই গণতন্ত্র মেরামতের কাজ বর্তমান সরকার অব্যাহত রেখেছে এটাই বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। যারা গণতন্ত্র নষ্ট করেছে তারা যদি আবারও অসাংবিধানিকভাবে গণতন্ত্রকে নষ্ট করতে চাই তাহলে তাদের কে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সংবিধানের বাইরে কোন কথা মেনে নেওয়া সম্ভব না বলে তিনি বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আব্দুল আলিম স্বপন সাংগঠনিক সম্পাদক জাসদ, হাসিনা মমতাজ উপজেলা নির্বাহী অফিসার ভেরামারা কুষ্টিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিশুভিত্তিক স্কুলের দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা।
বার্তাবাজার/এম আই