কিশোরগঞ্জের ভৈরবে ২৭ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার চকরিয়া থানার নুরুল আফসারের পুত্র আবু সাইদ আকিব এবং বান্দরবানের লামা থানার হারগাজা গ্রামের আনোয়ার হোসেনেরপুত্র মোঃ হেফাজ উদ্দীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
র্যাব- ১৪ সিপিসি-২ র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী আজ শুক্রবার সকালে ভৈরব র্যাব ক্যাম্পে সংবাদ সম্মলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষণ-বাড়িয়ার নন্দনপুর থেকে একটি মিনি ট্রাকের বডির নীচ থেকে ২৭ হাজার ৩শ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এম আই