গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুরু হতে যাচ্ছে স্নাতক প্রথম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

আগামী শনিবার (২০ মে) অনুষ্ঠিতব্য তৃতীয়বারের মতো এই গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষায় বশেমুরবিপ্রবি কেন্দ্রে মোট ৪ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

গতকাল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো. মাহবুবুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনুষ্ঠিতব্য পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে সকল ইউনিটের পরীক্ষার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ মে বি ইউনিটভুক্ত মানবিক শাখার, ২৭ মে সি ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ও ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।

এ সময় তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা।

প্রসঙ্গত, আগামী ২০ মে ২০২৩ তারিখ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বার্তাবাজার/এম আই