জয়পুরহাটে বাংলাদেশ স্কাউট জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা রোভার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা রোভারের সভাপতি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা রোভারের কমিশনার অধ্যাপক আঃ মজিদ, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কোষাধ্যক্ষ আঃ আজিজ, সহকারি কমিশনার সাংবাদিক আব্দুল আলীম, অধ্যক্ষ আঃ মতিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, সিনিয়র রোভার মেট সালেহুর রহমান সজিব প্রমুখ।
সভায় জেলা রোভারের স্থায়ী কার্যালয়, সংগঠনের আয় ব্যয়, মেট কোর্স, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন টিম গঠন ও প্রতিষ্ঠান পরিদর্শন বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং এসময় করোনাকালীন সময়ে জেলা রোভারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করা হয়। রোভারিং কার্যক্রমকে গতিশীল করতে জেলা রোভার মুটসহ ইতিবাচক উদ্যোগ গ্রহণ করার কথা ও জানানো হয় সভায়।
বার্তাবাজার/এম আই