নওগাঁর ধামইরহাটে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরীদের এক বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিডব্লিউএফডি’র আয়োজনে এ র্যালী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুলাউরি (জামালপুর) গ্রামের ১১জন কিশোরী অংশ গ্রহণ করেন। পরে ইসবপুর বিদ্যালয়ে র্যালী শেষে কিশোরীদের সচেতন করা এবং বাল্য বিয়ে না বলুন শীর্ষক দেয়ালিকা উপস্থাপন করা হয়।
জানা গেছে, গত রোববার দুপুরে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) মঙ্গলবাড়ী ধামইরহাট শাখার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার ধুলাউরি গ্রাম খেতে ১১জন কিশোরীদের সমন্বয়ে এক সাইকেল র্যালী বের করা হয়। আগামীর পথে কর্মসূচী অধীনে অনুষ্ঠিত র্যালীটি বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে ইসবপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বাল্য বিয়ে কে না বলুন এ বিষয়ে কিশোরীদের সচেতন করার লক্ষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ মন্ডল উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্য বিয়ে কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এছাড়া তিনি ”বাল্য বিয়ে কে ’না’ বলুন” দেয়ালিকার মাধ্যমে কিশোরীরা মূলত বাল্য বিয়ের প্রভাব, শাস্তি, প্রতিরোধের উপায় এবং বাল্য বিয়ে প্রতিরোধে হটলাইন নাম্বার সমূহ শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন। এ সময় সিডব্লিউএফডির আগামীর পথে কর্মসূচীর কর্মসূচী সমন্বয়কারী রেহেনা পারভীন, একাউন্ট অফিসার মো. মোহন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর ফিরোজ আহমেদ, কমিউনিটি মোবিলাইজার ফাতেমা পারভীন প্রমুখ।
বার্তাবাজার/এম আই