পাবনায় ছাত্রলীগ কর্মী মনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯: অস্ত্র তৈরীর কারখানার সন্ধান: পৃথক অভিযানে আন্ত:জেলা ইজিবাইক চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী উপজেলার ছাত্রলীগ কর্মী তাসফির আহম্মেদ মনা হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র। এছাড়া পৃথক অভিযানে সাতটি চোরাই ইজিবাইক জব্দসহ আন্ত:জেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

তিনি জানান, গত ১৭ জুন ঈশ^রদী উপজেলার পাকুরিয়া গ্রামে এমপি মার্কেটের সামনে ছাত্রলীগ কর্মী মনাকে গুলি করে হত্যা করে স্থানীয় কিছু সন্ত্রাসী। এ ঘটনায় নিহত মনার মা বাদি হয়ে ১৯ জুন ঈশ^রদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে হত্যাকান্ডে সরাসরি জড়িত অনিককে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যতম আসামী মানিকসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঈশ^রদী জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধানসহ ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। মুলত আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেওে এ হত্যাকান্ড সংগঠিত হয়।

পুলিশ সুপার জানান, গত ১৭ সেপ্টেম্বর পৃথক অভিযানে আন্ত:জেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার এবং ৭টি চোরাই ইজিবাইক জব্দ করা হয়েছে।

বার্তা বাজার/জে আই