ভোলায় আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম হত্যার ঘটনায় তার স্বামী তছির আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয় টি গণমাধ্যম কে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির। এর পর তছির কে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত রোববার (১৪ মে) গভীর রাতে ভোলা সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামে ঘরে ঢুকে ৪ মাসের অন্তঃসত্ত্বা বিবি কুলসুম (৪০) কে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পুলিশ সোমবার (১৫ মে) সকালে কুলসুমের ঘর থেকে নিহত অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার করে।কুলসুম ওই গ্রামের মো. তছির মাঝির স্ত্রী। সে ৫ সন্তানের জননী এবং ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী তছির পেশায় একজন জেলে।
এ বিষয়ে কুলসুম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আনোয়ার হোসেন জানান, গত ১৫ মে বিবি কুলসুমের গলা কাটা লাশ উদ্ধার করার পর থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয় এবং সন্দেহাতিতভাব কুলসুমের স্বামী তছিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর গত বৃহস্পতিবার সকালে তছির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
সবশেষ বিষয় টি নিয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ফকির জানান, আলোচিত অন্তঃসত্ত্বা বিবি কুলসুমকে গলা কেটে হত্যার ঘটনার দায় স্বীকার করায় স্বামী তছিরকে গ্রেপ্তার করার পর তাকে বৃহস্পতিবার সকালে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার সাথে জরিত বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অভ্যাহত রয়েছে বলেও জানান তিনি ।
বার্তা বাজার/জে আই