দিনাজপুরের হিলি স্থলবন্দরে গো-খাদ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ট্রাকের চালককে আটক করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ। জব্দ করা হয়েছে ২২৩ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ফেয়ারডিল এবং ৩ হাজার ৮০০ পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যামপোল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দরের পানামা পোর্ট লিংকের ২নং ওজন স্টেশনের সামনে খৈল বোঝাই ট্রাক থেকে এসব মাদক দ্রব্য জব্দ করে কাস্টমস গোয়েন্দার সদস্যরা।

আটক ভারতীয় ট্রাক চালক হলেন কৃষ্ণ রায় (৩৬)। ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, ‘রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কাছে থেকে আমরা তথ্য পাই যে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে কৌশলে মাদক নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকের কেবিন
থেকে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়েছে। ভারতীয় ট্রাক ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বার্তাবাজার/এম আই