চট্টগ্রামে কোটি টাকা মূল্যের গার্মেন্টসের চোরাই কাপড়সহ দশজনকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিবিআইর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস খান বলেন, গত ২৬ আগস্ট দ্যা নিড এ্যাপারেলস নামে একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পটিয়া উপজেলার পাঁচুরিয়া এলাকায় অবস্থিত ওয়্যার হাউস থেকে ১৪৮ রোল কাপড় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর চোরাইকৃত কাপড় উদ্ধারে পুলিশের পাশাপাশি তদন্তে মাঠে নামে পিবিআই। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছায়া তদন্তের মাধ্যমে নগরীর কোতোয়ালি থানাধীন টেরি বাজার এলাকা থেকে চুরি যাওয়া কাপড়ের ১০১ রোল উদ্ধার করে পিবিআই। প্রাথমিক পর্যায়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে শুক্রবার সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনী জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ আরও ৫জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন কাপাইকাপ গ্রামের আবুল বশর (৪৫), চট্টগ্রামের পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মোহাম্মদ ফারুক (৪০), তার ছেলে মোঃ হৃদয় (২০), হাটহাজারী থানাধীন উত্তর মাদার্শা গ্রামের মোহাম্মদ মুজিবুল হক (৪৫), দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন মধ্যম সরফভাটা গ্রামের মোঃ পারভেজ (২৬), সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের কেশবপুর গ্রামের মোঃ ইউসুফ (৫২), সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল গ্রামের মোঃ আলমগীর (৩৮), একই গ্রামের মোঃ সামছুল আলম (৫৩), চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন আনন্দীপুর এলাকার মোঃ মাসুদ আলম (৪৭) ও পাহাড়তলী থানাধীন ব্যাংক কলোনি বাচা মিয়া রোডের চৌধুরী হাউজের মোঃ আরিফুর রহমান চৌধুরী (৪০)।
গ্রেফতারদের মধ্যে পাঁচজনকে শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বার্তাবাজার/এম আই