নরসিংদীর রায়পুরায় ডকইয়ার্ড ব্যবসায়ী আশিকুর রহমান সজীব (৪২) এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নিহত আশিকুর রহমান সজীব রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের গোলাম মাষ্টারের ছেলে। সে কিশোরগঞ্জের ভৈরবে ডকইয়ার্ড ব্যবসায়ী ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উপজেলার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের পিতা মুজিবুর রহমান গোলাম মাষ্টার, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহেশপুর ইউপি সদস্য আফাজউদ্দিন, নিহতের স্ত্রী হামিদা আক্তার স্বর্ণা, ভাই মুশফিকুর রহমান রাজিব, বোন জুবাইদা রহমান মেরী, ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, মতিউর রহমান, প্রভাষক খোকন মিয়া প্রমাখ।
বার্তা বাজার/জে আই