ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব সংলগ্ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এর আগে, সকাল সাড়ে দশটায় আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সেই তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে এই আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে, দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট এটাই আমার প্রতাশ্যা।

এসময় তিনি আরও বলেন, নমিনেশনের বিষয়ে আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটাই সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভূইঁয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, আশুলিয়া থানা আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই