এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরিস্থিতি সামলাতে আয়োজক ঠিক রেখে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের হাইব্রিড মডেলের প্রস্তাব করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের এমন প্রস্তাবে প্রথমে রাজিও হয়েছিল ভারত। তবে পরবর্তীতে ভিন্ন সুর ধরেন বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ। পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনেই বিরোধিতা শুরু করে তারা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও হাইব্রিড মডেলের বিরুদ্ধে অবস্থান নেয়। তাই ভারত এশিয়া কাপে খেলতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হুমকি-পাল্টা হুমকির মধ্যে এশিয়া কাপের ভাগ্য ঝুলে আছে। সমঝোতায় পৌঁছালেই টুর্নামেন্টের সূচি ঘোষিত হতে পারে। তবে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছাতে না পারলে বাতিলও হতে পারে এই টুর্নামেন্ট। এমন অবস্থার মধ্যেই জানা গেল, এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পেয়েছিল, তবে না করে দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া কাপ প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জানান, বাংলাদেশকে নাকি এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করা হয়েছিল। তবে এসিসির সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি।
এশিয়া কাপসহ বিশ্বকাপের আসর অনেকবারই আয়োজন করেছে বাংলাদেশ। এবার ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে আবারও বাংলাদেশের নাম সামনে এসেছিল আলোচনায়। তবে বিসিবি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করা হয়েছিল। তবে ওই সময়ে বাংলাদেশে বৃষ্টি থাকবে। আর ফরম্যাটটা ওয়ানডে, টি-টোয়েন্টি হলে একটা সুযোগ নেয়া যেত। তাই আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল, আমরা নাকচ করে দিয়েছি।’
এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানানো হয়নি। তবে পাপন মনে করেন, এবার এশিয়া কাপ আয়োজিত হবে। কোথায় টুর্নামেন্ট আয়োজিত হবে তার সঠিক উত্তর দিতে না পারলেও, একান্তই নিজস্ব মতামত জানিয়েছেন এই বোর্ড প্রধান।
তিনি বলেন, ‘এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত এখন পর্যন্ত এসিসি থেকে জানানো হয়নি। তবে এশিয়া কাপ হবে, কিন্তু কোথায় হবে সেটা এখনও বলা মুশকিল। আমার জানা মতে দুটো উপায় আছে, একটা হাইব্রিড মডেল এবং আরেকটা যেকোনো একটি দেশ। যদি হাইব্রিড মডেল হয় তবে পাকিস্তান এবং ইউএই হবে আয়োজক। অন্য কোনো দেশে হলে যে কেউ আয়োজক হতে পারে, তবে সম্ভাবনা বেশি শ্রীলঙ্কার।’
বার্তা বাজার/জে আই