লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘড়ের পিছনে খোঁড়া ড্রেনে প্রতিবেশীর তিনটি পাকা ঘরের ওয়ালা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ মে) দিবাগত গভীর রাতে ওই উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের মন্ডপ এলাকায় এই ভাঙনের ঘটনা ঘটে। তিনটি রুমের ওয়াল ভেঙ্গে যাওয়ায় এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের মন্ডপ গ্রামের বাসিন্দা আরব আলী বাদী হয়ে প্রতিবেশী আব্দুল খলিল’কে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই উপজেলার মন্ডপ এলাকার আব্দুল খলিল ও তাঁর তিন ভাইয়ের সাথে প্রতিবেশী আরব আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে কয়েকবার ওই জমি সংক্রান্ত বিরোধটি স্থানীয় ভাবে বসে মিটমাট করা হয়। এদিকে ওই জমির বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগী আরব আলীর তিনটি বসত ঘরের পাকা ওয়ালের পাশে গর্ত খুঁড়ে রাখে অভিযুক্তরা। এমতাবস্থায় গত বুধবার রাত দুইটার দিকে বৃষ্টি শুরু হলে অভিযুক্তদের খোঁড়া গর্তে ভুক্তভোগী আরব আলীর ঘরের পাকা ওয়াল ভেঙে পড়ে।

আরও অভিযোগ উঠেছে, ওইদিন রাতে ভেঙে পড়া পাকা ওয়াল দেখতে গেলে খলিলসহ তাঁর লোকজন আরব আলীর ওপর হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রী এছমোতারা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করেন অভিযুক্তরা। আর রাতের এই সুযোগকে কাজে লাগিয়ে আরব আলীর বাড়িতে লুটপাট চালায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী আরব আলী বলেন, দীর্ঘদিন থেকে খলিল ও তাঁর ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। তাঁরা আমাকে ক্ষতিগ্রস্ত করতে আমার বসত ঘরের পাকা ওয়ালের পাশে গর্ত খুঁড়ে রাখে। বৃষ্টি কারণে সেই গর্তে তিনটি ঘরের ওয়াল ধসে পড়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

অভিযুক্ত আব্দুল খলিল বলেন, বাড়ি ঘরের পানি নিষ্কাশনের জন্য আমার জমিতে আমি ড্রেন তৈরি করেছি। সেই ড্রেনে কারো ঘর ভেঙে পড়লে আমার’তো কিছু করার নেই। তাঁরা আমার জমির ওপর জোর করে ঘর তুলেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াল ভাঙার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/জে আই