জাক জমক পূর্ণ আয়োজনে পাবনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠতম কন্যা শেখ রেহানার জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পৃষ্ঠপোষকতায় বুধবার রাতে জেলা আ.লীগ কার্যালয়ে কেক কেটে এ দিবস পালন করা হয়। এ সময় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য দেন অতিথিরা।
আলোচনা সভা শেষে সংগঠনটির সদস্যদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিরা। এসময় শেখ রেহানার দীর্ঘায়ু ও বঙ্গবন্ধুর শহিদ পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সংগঠনটির জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লিয়াকত আলী তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য খন্দকার আল আনিম পরশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি সিফাত,সোয়াদ প্রমুখ।
এসময় জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই