পাবনা সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি দিপু‘র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ প্রহরী এবং আয়া মোট ৪টি শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উঠেছে এর কোন সত্যতা নেই। বিদ্যালয়ের মানক্ষুর্ণ করার জন্য কিছু দুষ্কৃতি লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে এর কোন ভিত্তি নেই। বিদ্যালয়ের শূন্য পদ গুলো নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের অভিবাবক উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই