পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বিদায় ও নবাগত সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান যোগদান উপলক্ষে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২) সকালে সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখা’র আয়োজনে বিদায় ও নবাগত সিভিল সার্জন বরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত সিভিল সার্জন বলেন পাবনায় সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের লাইসেন্স নবায়ন করতে হবে এবং চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে হয়ে যাতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পায়। চিকিৎসা সেবার মান বাড়াতে সর্বোত্ত কাজ করবে সিভিল সার্জন এবং প্রতিমাসে জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের মাসিক সভায় সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার কথাও বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখা’র সভাপতি শফিকুল ইসলাম খান,সহ-সভাপতি মিজানুর রহমান (শফিক), ইসমতারা পপি, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, যুগ্ন সম্পাদক শিমুল বিশ্বাস, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান সহ সদস্য বৃন্দরা।

বার্তা বাজার/জে আই