পটুয়াখালীতে শিল্প ও বাণিজ্য মেলা -২০২৩ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৪টায় ঝাউতলা শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন বালুর মাঠে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে এ মেলার উদ্বোধন হয়।
এসময় দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
মেলার উদ্বোধন কালে কাজী কানিজ সুলতানা হেলেন বলেন, কালভার্ট রাস্তাঘাটের উন্নয়নের সাথে সাথে শিল্প ও বানিজ্যের উন্নয়নের সমান্যায়ে এগিয়ে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এই মেলায় যারা ক্ষুদ্র ব্যবসায়ীগন এসেছেন তাদের স্বাগত জানাচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এম আই