কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় চেয়ারম্যান সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করেন। এলাকার বিত্তবানসহ সব স্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চেয়ারম্যান।
এ সময় ৪ নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই