কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করার সময় (১০ই সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকার পরিবার পরিকল্পনা হাসপাতালের পূর্ব পাশে রাস্তার উপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ০২র জন ০২টি প্লাষ্টিকের বস্তা ফেলে চলে যায়। ০২টি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ)মোহাম্মদ আলমগীর বলেন, পলাতক দুজনের পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাতনামা হিসেবে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/জে আই