চট্টগ্রামে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৯ সেপ্টেম্বর) নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে পাঁচ জুয়ারিকে আটক করার কথা জানান বন্দর থানার এসআই (নিঃ) মোঃ ফয়সাল সরোয়ার।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ওমরশাহপাড়া আব্দুল মজিদ সুকানীর বাড়ীস্থ ইসমাইল এর বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ সোহেল হাওলাদার, মোঃ রায়হান হোসেন, মোঃ মমিন, মোঃ জালাল শেখ ও আবু সালেহকে আটক করা হয়েছে।
আটকদের আগামীকাল আদালতে হাজির করা হবে।
বার্তা বাজার/জে আই