চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চলাচলরত বিভিন্ন প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী গ্রামের মোঃ হক সাব (২৩), একই থানার হিংগুলী গ্রামের মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন আকতাপাড়া গ্রামের সিজিল মিয়া ওরফে সোহাগ (৩০)।
গ্রেফতারদের মধ্যে হোক সাবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা চেষ্টা, অস্ত্র আইনসহ ২০টি এবং তার সহযোগী রনির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৪টি মামলার মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তাপস কর্মকার।
বার্তা বাজার/জে আই