চট্টগ্রামে ইয়াবা সম্রাট মোঃ আক্কাসকে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি জানান, গ্রেফতার আক্কাস আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা গ্রামের গ্রামের জাফর আহমেদের ছেলে। সে দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতারের জন্যে অনেক আগে থেকে চেষ্টা চলছিল। যার পরিপ্রেক্ষিতে বুধবার আনোয়ারার মধ্যম গহিরা এলাকা বাঁচা মিয়া মাঝির বাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আক্কাসকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। গ্রেফতার আক্কাসকে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এম আই