চট্টগ্রামে ১১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের টিম-৩১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আরিফকে ১১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

বার্তাবাজার/এম আই