আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে, গড়তে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার পর তারা একটা মিছিলও করতে পারেনি।
আওয়ামী লীগ শুধু আন্দোলনে গুলি চালাতে পারে। আমরা যখন কোনো কর্মসূচি দেই, তখন তারা পাল্টা শান্তি কর্মসূচি দেয়। তারা আমাদের সমাবেশে গুলি চালিয়ে অশান্তি করে।
বুধবার (৬ সেপ্টেম্বর) পুরানা পল্টনের ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, আওয়ামী লীগকে মানুষ এখন ঘৃণা করে। সর্বস্তরের মানুষ সেই দলের পদত্যাগ চায়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের কাছে পরাজিত। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক মহলও জোর দিয়েছে। আগামী চার মাসের মধ্যে সরকারের পতন, চার মাসের মধ্যেই নির্বাচন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বর্তমানে দেশে জান-মালের কোনো নিরাপত্তা নেই। একটি গ্রুপ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। সেই বিষয়ে তদন্ত করতে গেলে আদালত আবার বন্ধও করে দেয়।
মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু গত সাড়ে ১৪ বছরে ছাত্রসমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এই ফ্যাসিবাদী সরকার বিদায় না হওয়া পর্যন্ত এ দেশের কারোরই কোনো ভালো সম্ভব না।
সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রসঙ্গে মান্না বলেন, যদি এক প্লাটফর্মে আসা যায় তা সবচেয়ে ভালো, যদি না পারা যায় তাহলে যুগপৎভাবে ভোটাধিকারের আন্দোলন চালিয়ে যেতে হবে। ৫২’র ভাষা আন্দোলন এবং ৬২’র শিক্ষা আন্দোলনে মূল রাজনৈতিক সংগঠনগুলো পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল না। এমনকি ৬ দফা আন্দোলন দুর্বার করতে সংগঠনগুলোকে অগ্রবর্তী করতে বড় ভূমিকা রেখেছিল ছাত্র সংগঠনগুলোই।
বার্তাবাজার/এম আই