চট্টগ্রামে প্রসিদ্ধ বিআরবি ও আরআর ক্যাবলের ট্রেডমার্ক (প্রতীকী চিহ্ন) নকল করে তার তৈরি করার সময় দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, সোমবার নগরীর সদরঘাট থানাধীন মোগলটুলি কাটা বটগাছ এলাকায় অভিযান চালিয়ে বিআরবি কেবল ও আরআর ক্যাবলের প্রতীক-চিহ্ন/ট্রেডমার্ক নকল করে ক্যাবল তৈরি করার সময় রিপন মিয়া ও মোঃ হেলাল উদ্দিন নামে দুইজনকে ৯৫ কয়েল ক্যাবল, ১০ কেজি তামার তার, ২৫০ টি নকল স্টিকার ও অন্যান্য মালামালসহ আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এম আই