মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিদায় সংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২টার দিকে বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া সভাপতি দাতো আক্তার হোসেনের নেতৃত্বে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে এ সংবর্ধনা দেন নেতৃবৃন্দরা।

এসময় প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদ্য চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম সুবিধা গ্রহণ করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতেও নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ’র সহযোগিতা করার আহবান জানান হাইকমিশনার মো. গোলাম সরোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিলর (কনস্যুলার) রাসেল রানা এবং বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাহার উদ্দিন, সদস্য ইকবাল হোসাইন, মিজানুর রহমান খাঁন, ফারুক হোসাইন ও ফিরোজ খাঁন।

শেষে হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সার্ক এর মহাসচিব নিযুক্ত হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান, বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এম আই