উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ফলাফলে দ্বিতীয় বারের মতো আবারও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন শীলা প্রামাণিক।
তিনি কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিক্ষকতা পেশায় দক্ষ নেতৃত্ব ও মান সম্মত পাঠদানের কারণে তিনি আবারও হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষক।
বুধবার (১৬ মে) রাতে কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ছাকমান আলী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগেও তিনি (জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়ে ছিলেন।
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে শীলা প্রামাণিক বলেন, “এ অর্জন আমার একার নয়। এ অর্জন চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। সব সময়ই চেয়েছি ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক, যুগোপযোগী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে।
উল্লেখ্য, তিনি একাধারে একজন কবি ও আবৃত্তি শিল্পী। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা সাতটি। এছাড়াও প্রথম আলো-সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় ও সিরাজগঞ্জের প্রায় সকল স্থানীয় পত্রিকায় তার বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা প্রকাশিত হয়। কলেজের সকল ছাত্র-ছাত্রীর মাঝে তাঁর যথেষ্ট সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে।
তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট, আধুনিক জ্ঞান সম্পন্ন মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।
বার্তাবাজার/এম আই