লালমনিরহাটের কালীগঞ্জে জুয়েল নামে এক সুদারুর দায়ের করা মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জিয়াউর রহমান বাবু নামে এক ব্যবসায়ী।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জিয়াউর রহমান বাবু।
লিখিত বক্তব্য থেকে জানা গেছে, দুই বছর আগে ওই উপজেলার ভুল্লারহাট গ্রামের জিয়াউর রহমান প্রতিবেশী জুয়েল মিয়ার কাছ থেকে মাসিক ১২ হাজার টাকা সুদে ৮০ হাজার টাকা নেয়। এরমধ্যে ১৪ মাসের সুদ মোট ১ লাখ ৬৮ হাজার টাকা সময় মতো জুয়েলকে দেন। এদিকে প্রায় ৬ মাস পর পাঁচ শতক জমি বিক্রি করে ৮০ হাজার টাকা পরিশোধ করেন জিয়াউর।
এরপর আরো ১৫ লাখ টাকা সুদ দাবি করেন অভিযুক্ত জুয়েল মিয়া। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী জিয়াউরের নামে অপহরণসহ বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সুদারু জুয়েল। এদিকে সুদারুর করা মিথ্যা মামলায় নিঃস্ব জিয়াউর রহমানের পরিবার। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাদন ব্যবসায়ি জুয়েলের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জিয়াউর রহমান।
বার্তা বাজার/জে আই