বগুড়ার সোনাতলায় প্রবীন সাংবাদিক ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটনের অকাল মৃত্যুতে প্রেসক্লাব কার্যালয়ে একটি শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (রোববার) বিকেলে প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম সাজু, আবু হেলাল, আঃ করিম জামাল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য রিমন আহম্মেদ বিকাশ, সদস্য শামীম আকতার রতন, জাহিনুর ইসলাম, শামীম হোসেন সুজন, আমিরুল ইসলাম, ইসমাইল হোসেন, ফয়সাল আহম্মেদ, মিনহাজুল বারি মিম, মিনাজুল ইসলাম।
প্রবীন সাংবাদিক ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটনের অকাল মৃত্যুতে শোক সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিক তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে সাংবাদিক মিনাজুল ইসলাম মৃতের রুহের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয় তিনি গত শুক্রবার সকাল ৭ টায় বগুড়া হাসপাতালে আইসিইউতে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার জানাযার নামাজ তার নিজ গ্রাম পাকুল্যা ইউনিয়নের মোনাপোটল গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
বার্তা বাজার/জে আই