ঢাকায় বি‌দে‌শি মিশনগুলোর মধ্যে যারা অতিরিক্ত প্রটোকল ব্যবহার করতে চান, তারা কীভাবে সে‌টি নিতে পারেন তা নি‌য়ে আগামী রোববারের মধ্যে আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব বলেন, নিরাপত্তা বিষয়ে আনসার বাহিনীকে আমরা প্রস্তুত করেছি। কেউ অতিরিক্ত নিরাপত্তা নিতে চাইলে আনসারের সহায়তা নিতে পারে। এটা কীভাবে নিতে পারবে তা বৃহস্পতিবার অথবা রোববার আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আনসার মহাপরিচালক বলেন, কূটনৈতিক মিশনগুলোতে বাড়তি প্রটোকল দিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আনসারের অভিজ্ঞতাও রয়েছে। আনসার বাহিনী ইউরোপীয় ইউনিয়নকে এই সেবা দিয়ে থাকে।

গত রোববার থে‌কে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও তিন দে‌শের কূটনীতিকদের বাড়তি প্রটোকল সুবিধা বা‌তি‌ল ক‌রে‌ছে সরকার।

কূটনী‌তিক‌দের বাড়তি প্রটোকল সু‌বিধা‌ বা‌তি‌লের বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণাধীন আছে। তাই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রদানের কোনো আবশ্যকতা নাই।

বার্তাবাজার/এম আই