চট্টগ্রাম ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমে জানান মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, শুক্রবার বিকালে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকা থেকে মোঃ আয়াত উল্ল্যা ওরফে জনি (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি দল।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (চট্টমেট্রো-গ, ১১-৪৩৪৫) জব্দ করা হয় বলে জানান নিহাদ আদনান তাইয়ান।

গ্রেফতার জনির নামে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাকে আজ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বার্তাবাজার/এম আই