নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় জেলা জামায়াতের আমির মমিনুল হকসহ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। শুক্রবার রাতে ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে কাঞ্চন এলাকার একটি মসজিদে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা জামায়াতের আমির ছাড়াও তাদের মধ্যে রূপগঞ্জ উপজেলার জামায়াতের আমিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী রয়েছেন। ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, শুক্রবার রাতে গোপন বৈঠক চলাকালে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে জামায়াতের বিভিন্ন স্তরের ১৫ নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই