গ্রামীন বাঙলার ঐতিহ্যবাহী একটি খেলা নৌকা বাইচ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে আনন্দদায়ক এই খেলা অনুষ্ঠিত হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়।

শনিবার বিকেলে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর ঘাটে এই খেলার আয়োজন করে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া যুব সমাজ।

কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সভাপতি আহসানুল হাবীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুর রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বুলাকীপুর ইউনিয়নের চেয়ারম্যান সদের আলী খন্দকার।

খেলায় চারটি নৌকা অংশ গ্রহণ করে। খেলা শেষে সূর্যের আলো প্রথম এবং চাঁদের আলো দ্বিতীয় স্থাস অর্জন করে। পরে প্রথম স্থান অধিকার করা দলের হাতে গরু এবং দ্বিতীয় স্থান করা দলের হাতে ছাগল তুলে দেন অতিথিরা।

খেলা দেখতে নদীর দুইপ্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হয়। দেখা দেখতে আসা গৃহবধূ হাবিবা আক্তার বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ খেলা দেখতে এসেছি। ছোট বেলায় দেখেছিলাম। অনেক ভালো লাগছে।

পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ তবিবর রহমান নদীর কিনারায় দাঁড়িয়ে দেখা দেখছিলেন। তিনি বলেন, আগে প্রতি বছর নৌকা খেলা হওছিল। খেলা মানেই গাঁয়েত (গ্রামে) মেলা লাগছিলো। বেটি-জামাইয়েক দাওয়াত দেওয়া। কি যে আনন্দ। এখন আর আগের মত দেখা যায় না।

খেলার আয়োজক কমিটির সদস্য ইনসান আলী বলেন, হারাতে বসা নৌকা বাইচকে উজ্জীবিত করতে আমাদের আজকের এই আয়োজন। কল্পনাও করতে পারিনি যে এত মানুষের সমাগম ঘটবে। আগামীতেও আমরা প্রতিবছর গ্রাম বাঙলার এই খেলার আয়োজন করবো।

বার্তাবাজার/এম আই