বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন বাবলু। গত শুক্রবার (২৪ আগস্ট) ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৪৮৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আল আমিন বাবলু বলেন, ‘আমাকে নতুন দায়িত্ব দেয়ার জন্য আমি আগামীর রাষ্ট্রনায়ক, তরুণ প্রজন্মের অহংকার, দেশনায়ক তারেক রহমানসহ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার আবু হুরায়রার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান করতে বর্তমান সরকারের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে ছাত্রদল কর্মীরা অতীতের মতো রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।’
২নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় চরফ্যাশন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সহ বিভিন্ন নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তা বাজার/জে আই