নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা বাজারে আগুন লেগে ২টি দোকান পুড়ে গেছে। এতে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১৭ মে) ৯টার দিকে উপজেলার সাপমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সাপমারা বাজারে আজ বুধবার রাত ৯টার দিকে আগুনে মনির হোসেন ও মনির মিয়ার ২ টি মুদির দোকান পুড়ে গেছে। এতে করে দুটি দোকানের প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয় রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা বাজারে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আাসে।
রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফারুক আহমেদ জানান, আমরা ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। আগুনে পুড়ে যাওয়া দুটি দোকানের প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদাররা জানিয়েছে।
বার্তাবাজার/এম আই