ফরিদপুরের আলফাডাঙ্গায় ছদ্মনাম ব্যবহার করে চারবছর আত্মগোপনে থাকার পর একটি হত্যা মামলার আসামি ফজর আলী শেখকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ফজর আলী শেখ উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের দরবেশ শেখের ছেলে।

এর আগে তাকে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ২২ আগস্ট বাড়ীতে একটি নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে ফজর আলী শেখের সাথে তার পিতা দরবেশ শেখের ঝগড়া হয়। এ সময় তার আপন চাচা আকরাম শেখের স্ত্রী লিলি বেগম ঝগড়া ঠেকাতে আসলে কথার একপর্যায়ে ফজর আলী শেখ তার চাচীর পেটের ডান পাশে ছুরি ঢুকিয়ে দেয়। এতে লিলি বেগমের মৃত্যু হয়। পরে নিহতের স্বামী আকরাম হোসেন বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ঘটনায় আসামি ফজর আলী শেখের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘ চারবছর আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপনে রাখেন। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের দিকনির্দেশনায় আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, ‘একটি হত্যা মামলার আসামি দীর্ঘদিন নিজের ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিল। পরে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টীম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আলফাডাঙ্গা থানায় কোন অপরাধীর স্থান হবে না। অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

বার্তাবাজার/এম আই