জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে খোজ নিতে গেলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের নরপারা গ্রামে নজরুল ইসলামের নিজ বাড়িতে যান এমপি মুরাদ হাসান।
জানা যায়, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পিংনা ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ নজরুল ইসলাম। অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে নিজ বাড়িতে আসেন নজরুল ইসলাম। খবর পেয়ে অসুস্থ নজরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান এমপি মুরাদ হাসান। এসময় অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন তিনি।
এসময় তার সঙ্গে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য বাবুল আক্তারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই