নোয়াখালীর হাতিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকালে স্বেচ্ছাসেবক লীগ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে সংগঠনের প্রধান কার্যালয়ে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক লীগের সভাপতি মো: আল আমিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আয়াত উল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং মুনাজাত করা হয়।
বার্তাবাজার/এম আই